উহুদ যুদ্ধের শিক্ষা
রমজানের পরেই আসে শাওয়াল মাস। আর এই শাওয়াল মাসেই উহুদ যুদ্ধ হয়। ৩ হিজরির ৭ শাওয়াল (২৩ মার্চ ৬২৫ খ্রিষ্টাব্দ শনিবার উহুদ পাহারের পাদদেশে ঐতিহাসিক উহুদ যুদ্ধ সংঘটিত হয়।
রমজানে বদর যুদ্ধে মক্কার কোরাইশরা পরাজিত হয়। আর তাই বদর যুদ্ধের প্রতিশোধ নিতে নতুন আরেকটা যুদ্ধের প্রস্তুতি নেয় মক্কার কোরাইশরা। ৩য় হিজরি শাওয়াল মাসে ৩ হাজার সৈন্য নিয়ে তারা মদিনার পাশে উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থান নেয়।যুদ্ধযাত্রার খবর পাওয়ার পর মুসলিমরাও তৈরী হয় এবং উহুদ পর্বত সংলগ্ন প্রান্তরে তাদের মোকাবেলায় রাসুল (সঃ) ৭০০ সাহাবী নিয়ে উপস্থিত হন। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথমদিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকরা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু তাদের তীরন্দাজদের একটি ভুল পদক্ষেপ এর জন্য মুহূর্তে পাল্টে যায় দৃশ্যপট। শহীদ হলেন রাসুল (সঃ) এর প্রিয় চাচা আমির হামজা (রাঃ)। এছাড়াও মুসয়াব বিন উমাইর (রাঃ) সহ ৭০ জন সাহাবী। পরে অবশ্য দ্রুতই পরিস্থিতি সামলে নেয় মুসলমানরা। উহুদ যুদ্ধে আমাদের শেখায়, ক্ষতির মধ্যেও থাকে গুরুত্বপূর্ণ শিক্ষা এবং যুদ্ধক্ষেত্রে ধৈর্য ও নির্দেশ মানার অপরিহার্যতা।

